January 15, 2025, 5:05 am
মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম সায়ফুল ইসলাম কাজল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জিয়া উল হক (শাহিন), বক্তব্য রাখেন পলাশতলী বাজার শিশু কিশোর একাডেমীর অধ্যক্ষ সুরুজ্জামান, জোরবাড়িয়া বালিকা দাখিল মাদ্রাসা সহকারী সুপার মাওলানা রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক আব্দুর রশিদ, ম্যানেজিং কমিটি সসদস্য আবু মুসা প্রমুখ। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন, নাহিদ সুলতানা মোনা, মাহমুদুল হাসান রুকন। অনুষ্ঠান সঞ্চলানয় করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান ও দোয়া পরিচালনা করেন মৌলভী শিক্ষক নাজিম উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্য বলেন: তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এতো সুন্দর একটি আয়োজন করার জন্য তোমাদের কে ধন্যবাদ জানাই ।