September 17, 2024, 1:25 am
ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আসর নামাজ বাদ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকের পথচলা শুরু হয়।
নলছিটি পৌর এলাকার নান্দিকাঠিতে তিনতলা বিশিষ্ট এ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। থাকবেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার।
এ ব্যাপারে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পর্যদের সভাপতি মো. জসিম উদ্দিন খান,আমরা কম খরচে উপজেলার সাধারণত মানুষদের ভালো সেবা নিশ্চিত করতে চাই। আমাদের প্রথম লক্ষই থাকবে ভালো সেবার মাধ্যমে মানুষের মনে স্থান করে নেওয়া।
দোয়া মোনাজাতে সাবেক পৌর কাউন্সিলর তোফায়েল হোসেন চন্দন,আবদুল কুদ্দুস মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নানসহ অসংখ্য মানুষজন অংশ নেন। পরিচালনায় ছিলেন চৌধুরী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শফিকুল ইসলাম।