January 15, 2025, 7:11 am
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি //
স্বরূপকাঠিতে “আম্বিয়া বারেক মানব কল্যাণ ফাউন্ডেশন” এর উদ্যোগে ইফতারী সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫ মার্চ বুধবার বেলা ১১টার সময় পিরোজপুরের স্বরূপকাঠি গুয়ারেখা ইউনিয়নে শিকদার বাড়ীতে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করে।
এ সময় তৌফিক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আবুল কাসেম খান সাবেক প্রভাষক নাজিরপুর ডিগ্রী কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব শিকদার চেয়ারম্যান গুয়ারেখা ইউনিয়ন পরিষদ, হাজী আব্দুল লতিফ শেখ সভাপতি গুয়ারেখা রহমানিয়া দাখিল মাস, এস.এম হারুন অর রশিদ বিশিষ্ট সমাজ সেবক, জনাব আক্তারুজ্জামান বিশিষ্ট সমাজ সেবক, জনাব কামরুল খান কোষাধ্যক্ষ, জনাব মোঃ রিয়াদ হাওলাদার, সহ কোষাধ্যক্ষ, জনাব মিজান শেখ প্রচার সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আম্বিয়া বারেক মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা জালিস সিকদার বলেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়,তার নেক সন্তান যদি কোন ভালো কাজ করে তার সওয়াব তার কাছে পৌঁছে যায়। সে দিক চিন্তা করে আমার আব্বা দাদা দাদির কল্যানের কথা ভেবে মানব কল্যান ফাউন্ডেশন গঠনের চিন্তা করেছিলেন।গত দু’মাস পূর্বে আমরা একটা অনুষ্ঠানে শীত বস্র বিতরণ করি এবং আজ ইফতার সামগ্রিক বিতরণ করছি এটা ফাউন্ডেশনের দ্বীতিয় অনুষ্ঠান।
উল্লেখ্য আজ ইফতার সামগ্রির মধ্যে বিতরণের মধ্যে রয়েছে, খেজুর,সোলা,চিরা, মুড়ি, ট্যাং,চিনি। আম্বিয়া বারেক মানব কল্যাণ ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদে যারা রয়েছেন তারা হলেন। প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আউয়াল সিকদার, সভাপতি মাওলানা জালিস সিকদার, সহ-সভাপতি আকিজ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক আনিস মাহমুদ সিকদার।