January 15, 2025, 8:46 am
এইচ এম মাইনুল ইসলাম টিটু :
সূর্য তরুণ মানব কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটিতে নতুন করে ৩ জন সদস্যকে যুক্ত করা হয়েছে।
নতুন যুক্ত হওয়া সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক – মোঃ ইউনুচ ফরাজী , প্রচার সম্পাদক – মোঃ জাহিদ আহমেদ , কোষাধ্যক্ষ পদে মোঃ কাওসার গাজী।
গতকাল ১২-০৩-২০২৩ রবিবার সূর্য তরুণ মানব কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমাম হোসাইন শাকিল ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলামের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি মোঃ ইমাম হোসাইন শাকিল বলেন, ‘নতুন যাদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো প্রত্যেকেই দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলস পরিশ্রম করে আসছেন। আমি বিশ্বাস করি যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করা হয়েছে। আগামীতে সংগঠনকে এগিয়ে নিতে যারা ভূমিকা রাখবেন উল্লেখযোগ্য ব্যক্তিদের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হবে।’
সেচ্ছাসেবী সংগঠন “সূর্য তরুণ মানব কল্যাণ সংস্থা ” ২০১৭ সাল থেকে দুঃস্থ অসহায় মানুষ নিয়ে কাজ করে আসছে ।