September 18, 2024, 7:08 am
কেএম সোহেব জুয়েল :-গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠী সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘ একমাস প্রশিক্ষন শেষে রবিবার(১২ মার্চ) সকাল ১০ টায় সততা হাসপাতালের অভ্যর্থনা কেন্দ্রে যাচাই- বাচাই অনুষ্ঠানে সহকারী নার্চ ও আয়াদের চুড়ান্ত নিয়োগের ফলাফলের কার্যক্রম শেষ করা হয়েছে।
নিয়োগের ফলাফলে উৎফুল্ল এ সকল কর্মচারি বৃন্দ। নিয়োগকারিরা সততা ও নিষ্ঠার সাথে হাসপাতালের সুনাম অক্ষুন্ন রাখতে সততার সাথে একযোগে সেবা দান করবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এমন অঙ্গিকার ও অভিমত ব্যাক্ত করেন।
এ সময় অনুষ্ঠান মালায় উপস্থিত থেকে হাসপাতালের নবনিয়োজিত কর্মচারিদের মাঝে প্রতিষ্টানটি সমুন্নত রাখতে দিক নির্দেশনা মুলক মুল্যবান বক্তব্য দেন হাসপাতাল পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা মো: হেদায়েত উল্লাহ, পরিচালক প্রশাসন আলহাজ্ব মো: সাজ্জাদ হোসেন বাবুল, উপদেষ্টা কমিটির সদস্য মিসেস মিনা আফরোজ,আবদুল হালিম তাল্লুকদার সাংবাদিক কেএম সোহেব জুয়েল প্রমুখ।দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়েছে।।