January 22, 2025, 7:16 am
মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে ‘ইউনিয়ন আইনগত সহায়তা কমিটি’র দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মার্চ) সকাল ১১টায় স্থানীয় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজনে এবং জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-মাসিক সভায় উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক আওরঙ্গজেব প্রধান, সাংবাদিক তরিকুল ইসলামসহ ইউনিয়ন লিগ্যাল এইড সদস্যবৃন্দ প্রমূখ।
এছাড়াও উপজেলা আরডিআরএস বাংলাদেশ এর প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) প্রজেক্ট অফিসার টিপু চন্দ্র দাস উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সভায় চেয়ারম্যান তারেক হোসেন বলেন, সরকারি আইনী সহায়তা কার্যক্রমের মাধ্যমে গরীব, অসচ্ছল ও নির্যাতিত মানুষের আইনী অধিকার নিশ্চিত করার জন্য ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সদস্যদের প্রচার-প্রচারণার উপর গুরুত্ব দেয়া বিশেষ প্রয়োজন। এছাড়া নিজেদের অবস্থান থেকে ইউনিয়নের তৃণমূল পর্যায়ে বসবাসরত জনসাধারণকে (গরীব, অসহায়) লিগ্যাল এইড কার্যক্রম এবং সরকারের সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হয়।