September 17, 2024, 2:04 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা যুবলীগ এ কর্মসূচীর আয়োজ করে।
আজ রোবববার (১২ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত শিান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। উপজেলা যুবলীগের সভাপতি জহির হাসান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, যুবলীগ নেতা শাহারিয়ার বিপ্লব, মহিউদ্দিন মাতুব্বর, কামাল হোসেন, যুবলীগ নেতা রিফাতুল আলম মুছা বক্তব্য রাখেন। #