September 13, 2024, 6:25 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমীর (বিএইচপি একাডেমী) ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ১১মার্চ শনিবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহাত্মা ভেগাই হালদারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ। প্রতিযোগিতায় ৫০টি ইভেন্টে ৪৫০জন ছাত্র-ছাত্রীর অংশ গ্রহনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফজলুল হক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বিদ্যালয়ের সদস্য ও বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম পাইক, সদস্য অনিল হালদার, আনোয়ার পাইক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ১২মার্চ রবিবার বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিন ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হবে।