September 21, 2024, 3:54 am
মোঃ জাকির হোসেন, কেশবপুর :
কেশবপুরের মূলগ্রাম গ্রামের মাঠপাড়ায় একটি অসহায় হতদরিদ্র পরিবারে আগুন লেগে বসতঘরসহ গোয়াল ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে একটি গরু ও একটি ছাগল। আগুন লেগে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মূলগ্রামের ছকিনা খাতুনের বাড়িতে ৯মার্চ রাত আনুমানিক ১০টার দিকে গোয়ালঘরের সাজাল থেকে আগুন লেগে টিনের ছাউনির বসতঘর, গোয়ালঘর, রান্নাঘরসহ সকল মালামাল পুড়ে যায়। গোয়ালে থাকা গর্ভবতী একটি গাভী ও একটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এছাড়া ঘরে থাকা নগদ টাকাও পুড়ে গেছে। ছকিনার স্বামী সিদ্দিকুর রহমান বলেন, আগুন লেগে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে ঘড়বাড়িসহ সবকিছু পুড়ে যাওয়ায় এখন তারা নিঃস্ব হয়ে পড়েছে।
কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস সাংবাদিকদের বলেন, আগুন লাগার খবর পেয়েই টিম নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পরিবারটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।