July 30, 2025, 9:49 pm
কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯মার্চ সকালে কেশবপুর প্রেস ক্লাবের সামনে দৈনিক দিনকাল পাঠক ফোরামের সভাপতি মেহেদী হাসান বিশ্বাসের সভাপতিত্বে ও দৈনিক দিনকালের প্রতিনিধি মাহবুবুর রহমানের সঞ্চালনায়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী ও পাঠক ফোরামের সাধারণ সম্পাদক মতিন গাজি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আনিছুর রহমান বাবু (মেম্বার), হাফিজুর রহমান, রিপন হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান উজ্জ্বল, রাজু আহম্মেদ, কেএম আজিজুর রহমান।
এছাড়া মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, মজনু রহমান, রিপন হোসেন, মুক্তাদিরুল ইসলাম মুক্তি, সুজন রহমান, খায়রুল ইসলাম, সবুজ হোসেন, আজহারুল ইসলাম আর্জু, শাহজাহান শেখ, ফারুক হোসেন, মাসুদুজ্জামান মাসুদ প্রমূখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।