September 10, 2024, 7:11 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকুপ অপারেটরের দৌরাত্ম্যে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। কৃষক ও কৃষি কথা বিবেচনা করে গভীর নলকুপ স্থাপন করা হয়েছে।কিন্তু স্কীমভুক্ত কৃষকের মতামত উপেক্ষা করে আর্থিক সুবিধা নিয়ে অযোগ্যদের পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক পরিচয়ের হোমরাচোমরা অপারেটর নিয়োগ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক কথায় জমি কৃষকের হলেও রাজত্ব অপারেটরদের। অপারেটরেরা প্রতি মৌসুমে কৃষকের জমি ফড়িয়া আলু চাষিদের কাছে ইজারা দিয়ে চার ভাগের একভাগ টাকা আত্মসাৎ করে আসছে। কেউ প্রতিবাদ করতে পারে না। গভীর নলকুপের স্কীমে আলুর প্রজেক্ট হয়। যিনি এসব প্রজেক্ট করেন তাকে অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হয়। অপারেটরা স্কীমের জমি প্রতি বিঘা ১০ থেকে ১৫ হাজার টাকায় ইজারা দেন। কিন্তু জমির মালিকে (কৃষক) ৭ থেকে ১০ হাজার টাকা দেয়া হয়।
জানা গেছে, উপজেলায় বিএমডিএ’র ৫৩৬টি ও ব্যক্তিমালিকানা ১৬টি মোট ৫৫২টি গভীর নলকুপ রয়েছে।এছাড়াও
অগভীর নলকুপ বিদ্যুৎ চালিত ৪১১টি ও ডিজেল চালিত ৫০টি, এলএলপি বিদ্যুৎ চালিত ৩টি, ডিজেল চালিত ৩৫০টি, মোট এক হাজার ৩৬৬টি সেচ পাম্প রয়েছে।
উপজেলায় আবাদযোগ্য কৃষি জমি রয়েছে ২৩ হাজার ৯৯৩ হেক্টর, সেচের আওতায় ২২ হাজার ৩৩২ হেক্টর। সেচ বহির্ভুত জমি রয়েছে এক হাজার ৬৬২ হেক্টর। একফসলী জমি ৩৪৪ হেক্টর, দুই ফসলী ৪ হাজার ৫৪০ হেক্টর, তিনফসলী ১৯ হাজার ১০৯ হেক্টর, নীট ফসলী জমি ২৩ হাজার ৯৯৩ হেক্টর, নিবিড়তা ২৭৮ শতাংশ ভূমি ব্যবহার ৮২ শতাংশ। উচুঁ জমি ২০ হাজার ৩৮৬ হেক্টর, মাঝারি উচুঁ জমি এক হাজার ৫৭৮ হেক্টর, মাঝারি নিচুঁ জমি এক হাজার ৫৫৩ হেক্টর ও নিচু জমি ৪৭৬ হেক্টর রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশক্ষেত্রে প্রকৃত কৃষক বা স্কীমভুক্ত কৃষকের কোনো মতামত না নিয় রাজনৈতিক বিবেচনায় অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয়ের অযোগ্য হোমরাচোমরাদের অপারেটর নিয়োগ করা হচ্ছে। একটি অপারেটরকে নিয়োগ নিতে দেড় থেকে দু”লাখ টাকা গুনতে হয়। ফলে নিয়োগের টাকা সুদাসলে উঠাতে এসব অপারেটরগণ কৃষকদের জিম্মি করে সেচ চার্জ আদায়ের নামে ঘোষণা দিয়ে করে চাঁদাবাজি।
সংশ্লিষ্ট এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির জেল নম্বর ৯৩, ইলামদহী মৌজার ২১৫ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর ইউপি চেয়ারম্যান মতিনের ঘনিষ্ঠ সহচর দুরুল ইসলাম। কৃষকেরা জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের ঘনিষ্ঠ সহচর দুরুল ইউপি চেয়ারম্যানের প্রভাব বিস্তার ও কৃষকদের জিম্মি করে সেচ চার্জ আদায়ের নামে রীতিমতো চাঁদাবাজি করছে। তালন্দ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৫০ লালপুর মৌজায় ৭০১ নম্বর দাগে অবস্থিত বিএমডিএ’র গভীর নলকুপের অপারেটর ইউপি চেয়ারম্যানের পুত্র ওবাইদুর রহমান। কৃষকেরা জানান,
ক্ষমতাসীন দল ও বাবার দাপট দেখিয়ে তিনি অতিরিক্ত সেচ চার্জ আদায় করছেন। সরনজাই ইউপির জামিন সিধাইড় মৌজায়, জেল নম্বর ১০৬ এবং দাগ নম্বর ১৪৪৬ ও ১৪৮৩ দাগে স্থাপিত গভীর নলকুপের অপারেটর সিধাইড় গ্রামের প্রয়াত সোবহান মন্ডলের পুত্র বাসারত উল্লা মন্ডল। তিনিও ক্ষমতার দাপট দেখিয়ে অতিরিক্ত সেচ চার্জ আদায় করছেন। পাঁচন্দর ইউপির জেল নম্বর ৮০ কচুয়া মৌজার ৫৪ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপের অপারেটর হাবিবুর রহমান। এবং জেল নম্বর ৯৯ কুন্দাইন মৌজার ৪১০ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপের অপারেটর সাদিকুল ইসলাম সাদেক। তারা কৃষকদের জিম্মি করে অতিরিক্ত সেচ চার্জ আদায় করছে।
অথচ অপারেটরদের অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় সেচ কাজে কুড়ি শতাংশ সরকারি ভর্তুকির কোনো সুবিধা পাচ্ছেন না কৃষকেরা। তবে অপারেটরগণ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরা অবৈধ সুবিধা না পেয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে। এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, গভীর নলকূপে প্রকার ভেদে ঘন্টাপ্রতি ১২৫ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো অপারেটর বাড়তি সেচ চার্জ নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এজন্য কৃষকদের সচেতন হতে হবে। কারন সরকার সেচে ভূর্তুকি দিচ্ছে। আর কেউ বেশি নিবে তা বরদাস্ত করা হবে না।#