July 30, 2025, 6:51 pm
(খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর বেইলি সেতু ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে দীঘিনালা-সাজেক ও বাঘাইছড়ি সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সকাল সাড়ে ১০.০০ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
তবে সাজেকে আসা পর্যটকবাহী পিকআপ এবং ছোট গাড়ি বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে পারছে। চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। গাছ-বাস বোঝাই ট্রাক, পাথরবাহী ট্রাক, কাচামালবাহী অনেকগুলো গাড়ি আটকা পড়েছে সেতুর উভয় প্রান্তে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, এই বেইলি ব্রিজ দিয়ে ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ। কিন্তু এটা জেনেও ১৫-২০ টনের অতিরিক্ত মালামাল পরিবহন করে ট্রাক চালকরা। এতে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে যায়। এই সড়কটি বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবির অধীনে। তাদের সাথে আমাদের কথা হয়েছে। শীঘ্রই সেতুটি মেরামতের কাজ শুরু করা হবে। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন বিভাগের ২০ ইসিবি’র কর্মকর্তা মেজর আবু নোমান মোঃ মইনুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে সেতু মেরামতের কাজ শুরু করে দিয়েছি। আমরা আশাকরি খুব শীঘ্রই এটার কাজ শেষ করতে পারবো।
অন্য এক কাচামালবাহী ট্রাক ড্রাইভার মোঃ আব্দুল গফুর জানান, তিনি কলা নিয়ে কুমিল্লা যাবেন। গাড়িটি বড় হওয়ায় বিকল্প সড়ক দিয়ে যেতে পারছেন না। ভেঙে যাওয়া সেতু মেরামত না হওয়া পর্যন্ত আমাকে নদীর পূর্ব পাশেই থাকতে হবে। সেতু মেরামত করতে দেরি হলে আমার কাচামালগুলো নষ্ট হয়ে যাবে। সেতুটি দ্রুত মেরামত করা উচিত।
দূর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন বিভাগের ২০ ইসিবি ও খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ।
এলাকাবাসীর পক্ষে পরিদর্শনে আসা অতিথিদের নিকট দাবি জানান যে, বেইলি সেতু বাদ দ্রুত নতুন টেন্ডারের মাধ্যমে নতুন ব্রীজের নির্মাণ করার।