September 21, 2024, 3:34 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি বলেছেন, গত বছর হজ্বের ব্যাপারে সাংবাদিকরা ভাল বা মন্দ কিছুই বলেনি তাই আমরা বলতে পারি গত বছর অনেক ভাল হজ্বের ব্যবস্থাপনা হয়েছে। যারা হজ্ব করেছেন তারা বলেছেন গত বছরের মত হজ্ব অতীতে হয়নি। জানি না এ বছর কি হবে, তবে গত বছরের মত করতে পারলে সম্মানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যবো।
আজ বুধবার (০৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরো বলেন, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে রোজা বা পূজা আসলে দাম না বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন সময় চান্স খুঁজে নেন এবং দ্রব্যেমূল্য বৃদ্ধি করে। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে কাজ করছেন বলেও জানান তিনি।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #