September 9, 2024, 7:12 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়ছে। সোমবার (০৬ মার্চ) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।
উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্নস্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিটি শেষে শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।
পরে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় সুবর্ণ জয়ন্তী ও পূনর্মিলনী অনুষ্ঠানে ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহান জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট দুই আসেনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বণ্যা, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি রাজিবুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বুলু, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সায়ফুল ইসলাম, শিক্ষার্থীসহ আমন্ত্রণ অতিথি বৃন্দ। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।