September 10, 2024, 8:34 am
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে দুর্গম এলাকায় ইপিআই কর্মসূচী বাস্তবায়ন জোরদার করতে সহযোগিতায় জেলা তথ্য অফিস।
ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন এবং শালনগর ইউনিয়নে এবং কালিয়া উপজেলার বাঐসোনা এবং জয়নগর ইউনিয়নে সম্প্রসারিত টিকাদান কর্মসূচী বেগবান করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়িত হয়েছে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসব্যাপী ৷ উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান,
কর্মসূচীগুলোর মধ্যে চারটি প্রশিক্ষণ কর্মশালা, ছয়টি মতবিনিময়সভা, ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠানের মতো বৈচিত্র্যময় বিষয় অন্তর্ভুক্ত ছিলো ৷
নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে ও দুর্গম এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের টিকাদান কর্মসূচী সম্প্রসারণে ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের সম্পৃক্তকরণ ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় ৷
কর্মশালাগুলোতে সকল ইউনিয়ন পরিষদ সদস্য, স্থানীয় ইমাম, পুরোহিত, এনজিওকর্মী, কৃষক প্রতিনিধি,ব্যবসায়ী , শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ৷
চারটি ইউনিয়নের ছয়টি ওয়ার্ডে গ্রামের বিভিন্ন স্তরের জনগণ নিয়ে আয়োজিত হয় মতবিনিময়সভা ৷
চারটি ইউনিয়নের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইপিআই বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় ৷
এর মধ্যে দুটি মাদ্রাসায় কুইজ অনুষ্ঠিত হয় ৷
উল্লিখিত চারটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ইপিআই বিষয়ে সচেতনতামূলক সঙ্গীত পরিবেশন করা হয় ৷
জেলা তথ্য অফিস, নড়াইল ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় নড়াইলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচী আরো জোরদার ও বেগবান করার লক্ষ্যে উল্লিখিত কর্মসূচীগুলো বাস্তবায়ন করে ৷
কর্মসূচীগুলো জনগণের নিকট ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মত প্রকাশ করেন ৷
প্রতিটি কর্মসূচী শেষে উপস্থিত জনগণ ইপিআই কার্যক্রম শতভাগ সফল করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন ও প্রতিশ্রুতিবদ্ধ হন ৷
ইউনিসেফ বাংলাদেশের খুলনা ও ঢাকার কর্মকর্তাগণ নড়াইলে বিভিন্নসময় উপস্থিত থেকে কর্মসূচীগুলো প্রাণবন্ত করেন ৷