June 7, 2023, 11:46 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় আন্তঃ জেলা সংঘবদ্ধ ইজি বাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এসময় চোর চক্রের সদস্যদের হেফাজত থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে। আগৈলঝড়া থানার অফিসার ইন চার্জ মোঃ গোলাম ছরোয়ার হোসেন সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান, উপজেলার ভালুকশী দারুল নাজাত হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে গত শুক্রবার রাতে একটি সিএনজি চুরি করে নিয়ে যায় আন্তঃ জেলা ইজিবাইক চোর চক্রের সদস্যরা। এঘটনায় সিএনজি মালিক কুদুস খান বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে পুলিশ বিশেষ অভিযানে নামে। অভিযানে শনিবার বিকেলে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বরিশাল সদরের পলাশপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার(২২), মুলাদী উপজেলার সেলিমপুর গ্রামের মৃত এনায়েত হোসেন এর ছেলে তারেক হোসেন ভুইয়া (২৭) ও গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে সত্তার সরদার (৩৫), উপজেলার বড় বাশাইল গ্রামের আঃ রহমান ঘরামীর ছেলে ইলিয়াস ঘরামী (২৯) এ সময় চোর চক্রের হেফাজত থেকে চুরি যাওয়া সিএনজি বরিশাল মেট্রো-থ, ১১-১৭৭৮ উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী অফিসার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান, প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত চার জনকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।