June 7, 2023, 1:09 pm
রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারের পশ্চিম কমলাপুর ১৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত কাল সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদেরর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইতালী প্রবাসী কাজী মিজবাহুল ইসলাম সান্টু কাজীর সার্বিক সহযোগিতায় ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সুজন কাজী সহকারি পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর শরীয়তপুর জেলা,বীর মুক্তিযোদ্ধা মোঃ এসকান্দার আলী মাতুব্বর, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মনির হোসেন মাতুব্বর,অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ রাজু আহম্মেদ, আমেরিকা প্রবাসী কাজী জসিম ও ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুজ কাজী, ডাসার উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক মতিউর রহমান হাওলাদার, সদস্য মোঃ ফিরুজ খন্দকার,ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জহিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক আবিদ হাসান তালুকদার,সত্তার মাতুব্বর,সেচ্ছাসেবক লীগ নেতা চয়ন ইমতিয়াজ ডালিম,মমিনুল ইসলাম কালু মোল্লা, আরিফুজ্জামান,ডাসার উপজেলা প্রেসসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রতন-দে প্রমুখ।
পরে উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।