June 7, 2023, 1:28 pm
নিজস্ব প্রতিনিধিঃ পটিয়ার পশ্চিম কুসুমপুরা তৈয়বিয়া তাহেরীয়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ৩রা মার্চ রোজ: শুক্রবার রাত ৮টায় পেঠান সর্দার জামে মসজিদের পশ্চিম পার্শ্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি’র ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম। প্রধান মেহমান ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল।
উদ্ভোধক ছিলেন ভেলুয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান
বিশিষ্ট সমাজসেবক আবদুর রউফ ভুট্টো। মোঃ আরাফাত সানির সভাপতিত্বে অনুষ্টান সঞ্চালনা করেন মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ সাব্বির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসিন, নছরুল্লাহ্ খাঁন রাশেদ, আরমান উদ্দিন রোমেল, মাধাই চন্দ্র নাথ, মোঃ আজিজ, আবু ছৈয়দ লালু, মোঃ নাছির, নুরুল ইসলাম নুরু, মোঃ খোরশেদ আলম, তৌহিদুল ইসলাম জুয়েল, মোঃ আলমগীর, মোঃ মহিম, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আবদুল করিম, আবু তৈয়ব, মোঃ ইলিয়াস, দিদারুল ইসলাম প্রমূখ।