June 7, 2023, 11:14 am
বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল উদয়ন সংঘের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয় ।শিক্ষক তানভীর হাচান পান্নার সভাপতিত্বে ও রেজাউল সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন, আলোক বাংলার নির্বাহী পরিচালক মোঃ কামাল হোসেন হাওলাদার । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক মিয়া, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, রাজিহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খায়ের মেম্বার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহিরুল হক (জুলহাস মোল্লা)। সার্বিক পরিচালনায় ছিলেন বাশাইল উদয়ন সংঘের উপদেষ্টা মোঃ ইমরান হোসেন, ফরহাদ সরদার, মাসুদ রানা,শিপন ফকির ,প্রদীপ বাড়ৈ,খোকন ফকির,মাসুদ সরদার, দেবাশীষ মুন্সি,মিন্টু সরদার, মোরশেদ আলম রানা ও সামি ইসলাম রোকন। ফাইনাল খেলায় সাউথ বেঙ্গল একাদশকে ১৩ রানে হারিয়ে জয়লাভ করেন বাশাইল ক্রিয়া চক্র ক্রিকেট একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা।