May 11, 2025, 12:29 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মিলন মেলা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৩ মার্চ শুক্রবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ও শিক্ষক সমিতির সভাপতি সাবিয়ার রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক শাজাহান আলী শাহীনের সঞ্চালনায় সাফিনা পার্ক চত্ত্বরে আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস -চেয়ারম্যান আব্দুল মালেক ও সুফিয়া খাতুন, থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম, দেওপাড়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, মোহনপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান খাইরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক এবং তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন ও রামিল হাসান সুইটপ্রমুখ।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও দলীয় নেতাকর্মীগণ। এ সময় উপস্থিতদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,শিক্ষকেরা হলো আলোর পত্রিকা এবং আলোর দিশারী, সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে সাহায্য করে, শিক্ষকরা জাতির মধ্যে নতুন নতুন ভাবনা সৃষ্টি করবে, ভালো শিক্ষক যিনি হবেন তিনি বুঝিয়ে দিবেন, শ্রেষ্ঠ শিক্ষক সবাইকে বুঝিয়ে ও করে দেখাবেন, মহান শিক্ষক উনি বলেন দেখিয়ে দেন বুঝিয়ে দেন শিখিয়ে দেন ও করে দেখান। আমাদেরকে মনে রাখতে হবে একটি বই একটি কলম একটি শিক্ষক বিশ্বকে পরিবর্তন করতে পারে।#