June 7, 2023, 1:06 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের উদ্বোধন।
শুক্রবার ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, জয়পুরহাট জেলা পুলিশ সুপার নূরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ।
এছাড়াও কালাই-ক্ষেতলাল- আক্কেলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ জেলা উপজেলা স্তরের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
” প্রিয়ভূমির শিক্ষার মানোন্নয়ের প্রত্যয় ” স্লোগানে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে জয়পুরহাট-২ (কালাই- ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা) আসনের প্রাথমিক- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এতে অংশ নেয়।
অনুষ্ঠানের সমাপনীর দিন শনিবারে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির সভাপতিত্বে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি প্রধান অতিথি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপস্থিত থাকবেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তারভীর গাজী থাকবেন।