June 7, 2023, 12:30 pm
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়। এর পূর্বে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মো. মনির আহমেদ প্রিন্স, মো. ফোরকান বিল্লাহ, মাহাবুবা সুলতানা প্রমুখ। সভায় নির্বাচন কর্মকর্তা আ. সাত্তার জানান, রামপালের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ১১ হাজার ৬৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮০৬ জন ও নারী ভোটার ৫ হাজার ৮২৯ জন। রামপালে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৯২২ জন ও নারী ভোটার ৬৯ হাজার ৬১৩ জন।#