June 7, 2023, 1:01 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়ায় ১৫-১৯ পর্যন্ত সকাল সাড়ে ১০ টায় বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের আরজেএফ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিষয়ের মধ্যে ছিল, মানবাধিকার, বাল্য বিয়ে, মৌলিক অধিকার, মুসলিম পারিবারিক আইন, জেন্ডার, পারিবারিক সহিংসতা ইত্যাদি। প্রশিক্ষণে সহায়তা করেন(প্রশিক্ষক) নগরিক উদ্যোগ এর বরিশাল এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত, বানারীপারার মোঃ মহসিন মিয়া, কমি মাসুম বিল্লাহ, কমিনিটি প্যারালিগ্যালের মোসা: সুমাইয়া প্রমূখ।#