June 7, 2023, 11:02 am
আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাওনা টাকা চাওয়া এক দিনমুজুর জয়নদ্দিন (৪০) নামে এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।
গত বুধবার জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও বাজারে রাত ৮টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধিগাঁও গ্রামের মৃত আবু সাঈদের ছেলে দিনমুজুর জয়নদ্দিন, একই গ্রামের কালু মোহাম্মদ ছেলে ফরহাত হোসেন ওরফে হরিপদ এর কাছে দিনমজুরি পাওনা ১ হাজার ২শত টাকা চাইতে গেলে সে ক্ষিপ্ত হয়ে তাঁর গলা টিপে ধরলে তাৎক্ষনিক শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ভিকটিমের ছেলে মাজেদর রহমান বলেন, আমার বাবা একজন দিনমুজুর মানুষরে বাড়ীতে বিভিন্ন কাজকর্ম করে থাকেন। প্রতিদিনের ন্যায় কাজ করার সুবাদে এক সপ্তাহ আগে হরিপদর শরিষা কাটতে যান তিনি। তাঁর কাজ শেষ করে মুজুরি পাওনা ১ হাজার ২শত টাকা। হরিপদ তাকে ১ হাজার টাকা দেয় এবং বলে বাকী দুইশত টাকা দুইদিন পর দিবো। দুইদিন পরে বৃদ্ধিগাঁও বাজারে তার সাথে দেখা হয় পাওনা দুইশত টাকা চাইতে গেলে, সে টাকা দিবেনা বলে তাঁর কথাকাটি হয়। এক পর্যায় সে ক্ষিপ্ত হয়ে তাঁর গলা টিপে ধরে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ওই গ্রামের প্রতিবেশী হামিদুর রহমান বলেন, আমি বাজারে ছিলাম একসময় দেখি যে, চিল্লাহাল্লা শুনে দৌড়ে এসে দেখি দিনমুজুর জয়নদ্দিন মৃত অবস্থায় মাটিতে শুয়ে আছে। যারা ঘটনাস্থলে ছিলো তারা বলছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ থানায় নেয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং ময়না তদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।