September 14, 2024, 11:10 pm
মধ্যনগর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে বুধবার বিকেল তিনটার দিকে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে অগ্রগতি বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কাবিটা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটি এই সভার আয়োজন। এতে হাওরের ফসলরক্ষা বাঁধের ১২০টি প্রকল্প কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও সদস্য সচিবেরা অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এই সভায় সভাপতিত্ব করেন। সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারর্যান মোকাররম হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, পাউবোর উপসহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা পানি উন্নয়ন বোডের কমিটির সদস্য আজাহারুল ইসলাম পিকে দিদার , সাংবাদিক সালেহ আহম্মেদ, পিআইসির সভাপতি শাহ আলম প্রমুখ।
শান্ত তালুকদার
মধ্যনগর,সুনামগঞ্জ