September 15, 2024, 12:54 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকা হইতে মাদকদ্রব্য গাঁজা সহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে এসআই মোঃআঙুর মিয়া,ও সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হইতে আসামী মোস্তাফিজার রহমান-মোস্তা (২৬),হেফাজতে থাকা ১কেজি ৩০০গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলেন মোস্তাফিজার রহমান-মোস্তা (২৬) পিতা, মৃত মোসলেম উদ্দিন মাতা, মোছাঃ মরিয়ম বেওয়া সাং-হেলেঞ্চা, থানা মিঠাপুকুর-জেলা রংপুর।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় মামলা নং-৪৭ ধারা ৩৬-(১) সারণীর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকা হইতে ১কেজি ৩০০গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।
হাসমত উল্লাহ।