September 17, 2024, 1:49 am
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
আজ বুধবার সকাল ১০.০০টায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির হলরুমে জাতীয় বীমা দিবস-২০২৩ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা, চেক বিতরণ ও সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এই শ্লোগানে এবারের জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের জিএম মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মোহাম্মদ এনামুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খান্দার খাইরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল জোনায়েদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন লিড কোম্পানী পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মহা ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন আহম্মেদ, জিএম মোঃ মোজাম্মেল হক, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের জিএম মানিক সরকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স মুন্সীগঞ্জের ট্রেইনার মোঃ জিয়াউর রহমান জীবন, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের জিএম মোঃ আল আমিন, ফারইষ্ট লাইফ ইসলামী ইন্স্যুরেন্সের জিএম কেএম আশরাফুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মোঃ মনির হোসেন, সোনালী লাইফের ইনচার্জ মোঃ আব্দুল হালিম, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মোঃ আমজাদ হোসেন, সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মোঃ মাওলাদ হোসেন মোল্লা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম এসএম মাসুদ রানা, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মোঃ মঞ্জুর আলম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিএম মোঃ আল আমিন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মোঃ জমির হোসেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এজিএম মোঃ জাহাঙ্গীর আলম, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম মোঃ নজরুল ইসলাম, সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম মোঃ আল আমিন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এজিএম সাব্বির আহম্মেদ, বিএম আব্দুল করীম, সোনালি লাইফ ইন্স্যুরেন্সের মাওলানা মাসুম বিল্লাহ, আবরারুল হক, মোঃ মাসুম বিল্লাহ, সাবিনা ইয়াসমিন, পাখি বেগম, সাধারণ বীমা কর্পোরেশনের এএম আঃ বাতেন চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানের আগে প্রায় ৫ শতাধিক মানুষের এক বর্ণাঢ্য শোভাযাত্রা ব্রেন্ড পার্টি, মাইক, শ্লোগান, ব্যানার ফেস্টুন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর মূলপর্ব শুরু হয়।
এ সময় বাংলাদেশ ইন্সুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি এর পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলার বীমা পেশাজীবি পরিবারের কৃতি সন্তানদের মাঝে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।