September 10, 2024, 5:23 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে দিনভর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকদের সাথে করনীয় শীর্ষক মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার নান বৃদ্ধির লক্ষে তিনি নিয়মিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় করে চলছেন।সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারী) দিনভর উপজেলার
রামপুর ইউনিয়নের সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে
সাদিপুর সরকারী প্রাথমিক প্রাঙ্গনে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় তিনি
বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছে। শিক্ষকদের কাজের প্রতি দায়িত্বশীল থাকলে শত ভাগ পাস নিশ্চিত হবে। শিক্ষার্থীদেরকে নিজেদের সন্তানের মত গড়ে তোলতে পারলেই দেশের শিক্ষার মান বৃদ্ধি পাবে। এসময় উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি, ইউপি সদস্য, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন-শিক্ষার মূলভিত্তি হলো প্রাথমিক শিক্ষা, আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের জাতীয় অঙ্গীকার। শিক্ষা সম্পর্কে একটি সম্মক ধারনা হচ্ছে শিক্ষা মানুষের চিন্তার উৎকর্ষ সাধন ও অন্তর্নিহিত শক্তি গুলোকে বিকশিত করে। আধুনিককালে শিক্ষার ব্যবহারিক মূল্যকে অধিক গুরুত্ব দেয়া হয়। অর্থাৎ মানুষের জ্ঞানগত পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার দক্ষতা তৈরিতে শিক্ষার ভূমিকা অপরিহার্য।
একই দিনে উপজেলা নির্বাহী অফিসার হরিয়াগাই বাজারের রাস্তা ভাঙ্গনের ফলে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে সরজমিনে পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মকর্তার প্রতি আহবান জানান।