August 31, 2025, 9:34 am
কে এম সোহেব জুয়েল :-সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিএনপির সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গির নগর ইউনয়নের শিলনদিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী যুবলীগের লীগের আয়োজনে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাহাজপুর গ্রামের শিলনদিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যগেএ শান্তি সমাবেশ কর্মসূচি পালনে ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো: খালেদ হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো : ইউসুফ খান উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আনিচুল হক মোল্লা,মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মিজানুর রহমান মাস্টার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক বাবু উপেন চন্দ্র মন্ডল,ছাত্রলীগ নেতা খন্দকার মো: রাজু আহম্মেদ, মো: নাদিম আল হেলাল প্রমুখ।