September 20, 2024, 1:15 am
বি এম মনির হোসেনঃ-
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন খামারীগনের গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সহপ্রমুখ। প্রদর্শনীতে স্টলে বিভিন্ন খামারীগনের গৃহপালিত পশু-পাখিসহ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।