January 15, 2025, 10:47 am
রিপন ওঝা, মহালছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে অবস্থিত একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৭৩ সালে এলাকার শিক্ষা বিস্তারের জন্য যাত্রা শুরু করে।
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট দিয়ে সম্মানে ভূষিত করা হয়।
ক্রেস্ট প্রদানের বিশেষ মুহুর্তে মহালছড়ি উপজেলার অন্য একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনির নেতৃত্বে
ও সিনিয়র শিক্ষিকা রত্না চাকমাসহ অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসাকে ২৬ ফেব্রুয়ারী রবিবার শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট হাতে তুলে দিয়ে সম্মানে ভূষিত করা হয়।
উল্লেখ্যে যে, সরকারি করনের পূর্বের নাম ছিল মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। পূর্বের নামটির সাথে প্রাক্তন শিক্ষার্থীদের অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে রয়েছে।বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় ২০১৭ সালের ৩০আগস্ট সরকারিকরণের ঘোষণা দেন। এই বিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে চলেছে।