August 31, 2025, 6:37 pm
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
অদ্য রোববার ২৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীতে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৩ পালন উপলক্ষে ২০২২ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় কর্তৃক প্রদত্ত বিশেষ অনুদান, উপহার সামগ্রী, সন্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী ।
পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কর্তৃক প্রদত্ত বিশেষ অনুদান, উপহার সামগ্রী, সন্মাননা স্মারক ও সার্টিফিকেট পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নীলফামারী।