August 31, 2025, 1:09 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ধানক্ষেতে ইদুর মারার ফাঁদে বিদ্যুৎ সংযোগর তারে জড়িয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালুয়া গ্রামে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক নিরপম নন্দী জানান, মঙ্গলবার সকাল ৮ টায় চাঁদখালী ইউনিয়নের মৃত্যু নুর মোহম্মদের স্ত্রী জহুরা বেগম পার্শবর্তি অব্দুল গফুর গাজীর ধানক্ষেতে শ্রমিক হিসাবে কাজ করতে যায়। ওই ধানক্ষেতে ইদুর মারার জন্য রাতে চারপাশে তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। সকালে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করেনি ধানক্ষেতের মালিক আব্দুল গফুর। এ সময় নারী শ্রমিক জহুরা বেগম (৫০) ধানক্ষেতে কাজ করতে গেলে বিদ্যুত স্পিষ্ট হযে সে মারা যায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, বিদ্যুৎ স্পিষ্টে মৃত্যু নারী শ্রমিককে সুরত হাল বিপোর্ট শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।