August 31, 2025, 12:09 pm
মোঃ রাসেল সরকার//
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কবির (২৮) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২২ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অধিনায়ক জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলায় বুড়িচং থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি কুমিল্লা ও রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত আসামি কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।