August 31, 2025, 10:31 am
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ নেতা কেরামত আলী ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী রনির বোন গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে(রামেক)চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সাংসদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক, তরুণ শিল্পপতি এবং আগামির নেতৃত্ব আলহাজ্ব আবুল বাসার সুজন অসুস্থ আওয়ামী লীগ নেতা কেরামত আলী ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী রনির বোনের চিকিৎসার খোঁজখবর নিতে রামেক হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়ে তাদের আশু রোগমুক্তি কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ।