November 6, 2024, 12:11 pm
মোঃ রাসেল সরকার//
রাজধানীতে ১১ তলা থেকে পড়ে মো. হাসান শাহিন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে মতিঝিলের ফকিরাপুলে হোটেল রহমানিয়া ভবনে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন।
তিনি বলেন, হোটেলের স্টাফদের মুখে জানতে পেরেছি যে, হোটেলের ২০ তলা ভবনের ১১ তলার বারান্দা থেকে নিচে পড়ে যান শাহিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই জানান, খবর পেয়ে পুলিশ হোটেল রহমানিয়া সামনে থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান মতিঝিল থানার এসআই। তিনি জানান, এটা হত্যা না কি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।