August 31, 2025, 7:13 am
মিঠুন সাহা , খাগড়াছড়ি প্রতিনিধি
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার সময় পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার,প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা,শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা,অফিসার ইনচার্জ হারুনুর রশিদ,প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব।এতে স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা।
এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। এতে সঞ্চালনা করেন পূঁজগাঙ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ।
এই ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।