January 15, 2025, 10:45 am
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁও-৩ আসেনর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য(এমপি)পদপ্রার্থী হিসেবে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় তরুণ প্রজন্মের পরিচিত মুখ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে অংশ গ্রহণের জন্য বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।তিনি বিভিন্ন গ্রাম গঞ্জে মাঠ পর্যায়ে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
খোঁজ নিয়ে দেখা যায়,গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন।এবং তরুণ প্রজন্মের পরিচিত মুখ হিসেবে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় বিভিন্ন গণমানুষের মুখে শোনা যায়।এ নিয়ে ঠাকুরগাঁও-৩ আসন পীরগঞ্জে ও রানীশংকৈল উপজেলা বাসীর কাছে আলোচনার ব্যাপক ঝর উঠেছে।
এ বিষয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য এমপি পদপ্রার্থী গীতি গমন চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমি গত পঞ্চম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন নির্বাচন করেছিলাম এবার আমি দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণের জন্য বিভিন্ন গ্রাম গঞ্জে জনসংযোগ ও প্রচার প্রচারণা চালাচ্ছি।আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।এবং ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।সেই সাথে সকল স্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।