November 5, 2024, 5:59 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
মুরাদনগরে স্মার্ট কার্ড- জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীতে বিনা মূল্যে বিএনপি’র পানি বিতরণ সুজনগরে সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল সুজানগরে স্মার্টফোন টেকনো এক্সক্লুসিভ ব্র্যান্ড শপের উদ্বোধন সুজানগরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান,৩ ব্যবসায়ীর জরিমানা কম্পিউটার চালাতে পারেন না কম্পিউটার শিক্ষক বিগত ২৫৪ বছরে রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আখতার ঘুরে দাঁড়ানোর আশায় জীবনের ঝুঁকি নিয়ে জেলেদের সুমদ্র যাত্রা রাজশাহীতে ছাত্র আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের খোঁজ নিলেন- ডিসি আফিয়া আখতার মাল্টার চাষ করে সফল নাচোলের আপেল, সবাইকে ফরমালিনমুক্ত দেশী মাল্টা কেনার অনুরোধ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন এর দাফন সম্পন্ন
ধর্মপাশায় হাওরের বাঁধের কাজে ভক্ষকের ভূমিকায় রক্ষক। টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পিআইসিদের

ধর্মপাশায় হাওরের বাঁধের কাজে ভক্ষকের ভূমিকায় রক্ষক। টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পিআইসিদের

মধ্যনগর(ধর্মপাশা) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় অনিয়ম- দূর্নীতির মধ্য দিয়ে শুরু হয়েছে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ। প্রকল্পের কাজ বাস্তবায়ন করার প্রক্রিয়ার শুরুতেই কাজের তদারকি করার দায়িত্বে থাকা (পাউবোর) উপসহকারী প্রকৌশলী ধর্মপাশা কার্যালয়ের সার্ভেয়ার আব্দুর রহিম চুক্তিপত্র সম্পাদনে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকা উৎকোচ আদায় করা হয়েছে বলে পিআইসিদের অভিযোগ রয়েছে।
জানা যায়, চলতি ২০২২-২৩ ইং অর্থবছরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে ১২০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) বিপরীতে ২৫কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ হয়।
পিআইসিদের বাস্তবায়ন কাজের বিষয়ে চুক্তিপত্র সম্পাদন করার সময় পাউবোর উপসহকারী প্রকৌশলী ধর্মপাশা কার্যালয়ের সার্ভেয়ার আব্দুর রহিম প্রত্যেক পিআইসির কাছ থেকে অনৈতিকভাবে সাড়ে তিন হাজার টাকা থেকে ৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে একাধিক পিআইসির অভিযোগ রয়েছে।
চলমান কাজে হয়রানির শিকার হতে পারে বলে বাধ্য হয়ে চুক্তিপত্র সম্পাদনে টাকা দিতে হয়েছে বলে পিআইসিরা জানান।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক পিআইসি জানান চুক্তিপত্র সম্পাদনে টাকা রাখার ব্যাপারে পাউবোর (এসও) জাহাঙ্গীর আলম এর নির্দেশ রয়েছে।

এ ব্যাপারে সার্ভেয়ার আব্দুর রহিম এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির ও মনিটরিং কমিটির সদস্য সচিব ও পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, প্রকল্পের চুক্তিপত্র সম্পাদন করতে স্টাম্প খরচ বাবদ ৫ শত টাকা নিতে পারে। এর বেশি টাকা রাখার কথা নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা প্রকল্প বাস্তবায়ন মনিটরিং কমিটির সভাপতি শীতেষ চন্দ্র সরকার বলেন, এরকম বিষয় আমি শুনিনি, তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শান্ত তালুকদার
মধ্যনগর,সুনামগঞ্জ

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD