January 15, 2025, 1:39 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী মহানগর আওয়ামী লীগের (পশ্চিম বোয়ালিয়া) সাবেক সহ-সভাপতি
বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আলহাজ্ব আবুল বাসার সুজন ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব আবুল খায়ের সুমনের মা ও আলহাজ্ব আব্দুস সামাদের স্ত্রী রত্নগর্ভা হোসনে আরা বেগম (৫৫) গত ১৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৪.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এদিকে ১৮ ফেব্রুয়ারী শনিবার বাদ যোহর সপুরা শাহী জামে মসজিদ সংলগ্ন মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। স্বরণকালের সর্ববৃহৎ এই জানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাপ্রমুখ।
এছাড়াও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। এসময় আবুল খায়ের সুমন ও আবুল বাসার জন্য তার আম্মার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।