September 15, 2024, 1:04 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল কে প্রফিট ফাউন্ডেশন এর পক্ষ থেকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ “শেরেবাংলা অ্যাওয়ার্ড”২০২৩ প্রধান করেন।
এর আগে তিনি রংপুর রেঞ্জের ৬১ টি থানার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন। একজন দক্ষ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে তিনি অর্জন করেছেন আইজিপি ব্যাজ এবং কালীগঞ্জে যোগদানের পর জেলার নবমবার নির্বাচিত হয়েছেন জেলার শ্রেষ্ঠ ওসি। মাদক উদ্ধার, লিস্টেট মাদক ব্যাবসায়ী গ্রেফতার, হত্যা,ধর্ষন,নারী ও শিশু নির্যাতন মামলার মূল আসামীকে গ্রেফতার, অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই ভিকটিম উদ্ধার, আলোচিত ক্লু-লেস হত্যাকাণ্ডের মূল আসামীকে গ্রেপ্তারসহ মামলার প্রকৃত রহস্য উদঘাটন, দাগী আসামী গ্রেফতার, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামী, ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, আদালত থেকে প্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার চেয়ে দ্বিগুণ পরিমাণ ওয়ারেন্ট তামিল,ক্রোকি পরোয়ানা তামিল, মামলা রেকর্ডের চেয়ে নিষ্পত্তি বেশী, মামলার বিচার কার্যের জন্য অধিক পরিমাণ সাক্ষী আদালতে হাজির করন,জুয়ার সরঞ্জাম সহ অনেক আসামীকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ,মানবিক ও জনকল্যাণমুখী কাজ,জনসন্তুষ্টি অর্জনসহ সার্বিক কর্ম মূল্যায়নে সর্বোচ্চ কাজ করায় জেলার শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হন।
শ্রেষ্ঠ (ওসি) হওয়ায় কালীগঞ্জ উপজেলার ও সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত।কালীগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রম ও উপজেলার সর্ব সাধানের ফসলও এটি।আর এজন্য আমি সকলে হাজারো ধন্যবাদ জানাই।আমার এই সফলতা যেনো অব্যাহত থাকে- এটাই আমার প্রার্থনা ও কামনা। আমরা পুলিশ জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
আরো জানা গেছে ওসি এটি এম গোলাম রসুল , পুলিশ হিসেবে যোগদানের পর তিনি এ দীর্ঘ সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে সু নামের সাথে কাজ করে প্রশংসা অর্জন করেন।তিনি একজন ক্রীড়াবিদ ও বটে। ক্রীড়ার ক্ষেত্রে ও বিভিন্ন সময় পুরস্কার লাভকরেন।
হাসমত উল্লাহ।।