January 20, 2025, 2:38 pm
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ৪ যাত্রী নিহত এবং অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। ভয়াবহ এ দূর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাগানবাড়ি নামক স্থানে হবিগঞ্জ সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাস উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ( ঢাকামেট্রো-ব-১৪-১৩২৫) একটি বিরতিহীন বাস সিলেট থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। এ-সময় বাগানবাড়ি নামক স্থানে পৌছামাাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত হয় অজ্ঞাতনামা আরও এক যুবক। তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
মহাসড়কে মহা সড়কে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টা চালিয়ে বাসটি ক্রেন দিয়ে সরিয়ে নিলে রাত ৮টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।