September 15, 2024, 12:36 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করে মেয়াদউত্তীর্ন ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল রাখা, এছাড়াও সার ও কীটনাশক এবং মুদির দোকানে নির্ধারিত মুল্যতালিকা না রাখার অপরাধে ঔষধ ফার্মেসি এবং মোদির দোকানসহ তিন প্রতিষ্ঠানকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।
সদর উপজেলার চাকলা হাট বাজার এবং কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।এসময় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
পরেশ চন্দ্র বর্মন বলেন,পঞ্চগড় সদরের চাকলাহাট বাজার,টুনির হাট বাজারে তদারকি অভিযান পরিচালনা করার সময়মেয়াদউত্তীর্ন ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল রাখা, সার, কীটনাশক ও মুদির দোকানে নির্ধারিত মুল্যতালিকা না রাখার অপরাধে মুকুল ফার্মেসীকে ২০০০ হাজার, রাকিবুল এন্টারপ্রাইজকে ২০০০ হাজার এবং এনামুল স্টোরকে ১০০০ হাজার টাকাসহ মোট ৫০০০ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে পঞ্চগড় জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।পরে তিনি সবার উদ্দেশ্যে বলেন,জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।