January 2, 2025, 11:01 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বুধবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বানারীপাড়া বাইশারী বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল – ০২ আসনের(বানারীপাড়া ও উজিরপুর উপজেলা ) এমপি মোঃ শাহে আলম। স্বাগত বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ সৈয়দ এনামুল হক। কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন এবং প্রভাষক মোঃ আব্দুল সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গর্ভনিং বডি এবং উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কলেজের আজীবন দাতা সদস্য এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আকতার হোসেন মোল্লা, বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা জগন্নাথ দেবনাথ প্রমূখ। উপস্থিত ছিলেন এমপি পত্নী আতিয়া আলম মিলি, উপজেলা চেয়ারম্যান পত্নী মাহফুজা খানম জেসমিন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, সাংবাদিক সরদার নজরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
এসময় কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেষন করা হয় । পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।#