January 15, 2025, 4:55 am
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুরিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চেয়ারম্যান ছলেমান আলীর তৎপরতায় চুরি যাওয়া গাই-বাছুর উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগছ সংগঠন নামক এলাকায় এই উদ্ধার করা হয়। প্রায়শই মানুষের পাশে থেকে গরু উদ্ধারের কার্যক্রম চালিয়ে যাওয়ায় প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান।
জানা যায়, গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের সুরিগছ গ্রামের অলিয়রের ছেলে শামীমের বাড়ি থেকে চোরাকারবারীরা ২টি গরু (গাই-বাছুর) চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে অভিযোগের মাধ্যমে ইউপি চেয়ারম্যান অভিযান শুরু করে। এক পর্যায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগছ সংগঠন এলাকায় চোরাকারবারিরা গরু দুটি ছাড়িয়ে দিলে স্থানীয় এক বাড়িওয়ালা ব্যক্তি দেখতে পেয়ে স্থানীয় আরোও ব্যক্তির উপস্থিতে গরু ২টি(গাই-বাছুর) তার বাড়িতে রাখেন। পরে সকালের দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান মসলিম উদ্দিন ও দেবনগড় ইউনিয়নের চেয়ারম্যানকে খবর দেয়া হলে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের উপস্থিতিতে শামীমের হাতে চুরি যাওয়া গরু ২টি (গাই-বাছুর) তুলে দেয়া হয়।
এ ব্যাপারে দেবনগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলীর এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
মুহম্মদ তরিকুল ইসলাম।