July 6, 2025, 4:42 am
রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর ভিক্টরী মাধ্যমিক বিদ্যালয় ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল দশ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করে গীতা পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। টরকী বন্দর ভিক্টরী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল ১ আসনের সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেল যুবরত্ন সেরোনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান সহ অন্যান্যরা। অপরদিকে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলআমিন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান। স্কুলের শিক্ষার্থীরা ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নাচ, গান, কবিতা আর অভিনয়ে সারাদিন মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। এ সময় স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করেন। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ অভিভাবক বৃন্দ এবং গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
সুমন তালুকদার
গৌরনদী,বরিশাল।