January 15, 2025, 4:38 am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে সান্তাল জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত” হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় রক্ষাগোলা সংগঠনের সান্তাল জনজাতির ৩৫ জন সাংস্কৃতিমনা সদস্যের অংশগ্রহণে উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা ফুলবাড়ী রক্ষাগোলা সংগঠনে এই কর্মশাল হয়।
কর্মশালার আলোচ্য বিষয় ছিলো সান্তাল জনজাতির জীবনচক্র, সাংস্কৃতিক উপাদানসমূহ, সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজনে নেতৃবৃন্দের ভূমিকা, রক্ষাগোলা সংগঠনের মাধ্যমে সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজনে সিসিবিভিওর করণীয়।
কর্মশালার উদ্বোধন করেন সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়কারী ইথার আরিফ। এতে উপস্থিত ছিলেন সিসিবিভিওর উর্ধতন হিসাবরক্ষক এএইচএম তারিক। কর্মশালার আলোচনায় সহায়ক হিসেবে অংশ নেন সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী, সমাজ সংগঠক কাথারিনা হাঁসদা। কর্মশালাটি পরিচালনা করেন সিসিবিভিও’র মাঠ কর্মকর্তা সৌমিক ডুমরী এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক প্রেমচাঁদ এক্কা।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।