July 12, 2025, 8:53 pm
শান্ত তালুকদার
ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় হিজল করচ বাগান সংলগ্ন অনাবাদি জমিতে মঙ্গলবার দুপুরে বসন্ত বরণ উদযাপন উপলক্ষে লোকজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। হাওরের জীব বৈচিত্র রক্ষা ও সংস্কৃতি সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। সংগঠনটির আহ্বায়ক মনীন্দ্র চন্দ্র তালুকদার এতে সভাপতিত্ব করেন। সংগঠনটির সদস্য সচিব চয়ন কান্তি দাস, সদস্য মোহিত লাল তালুকদার মুন ও মনোয়ার হোসেন মজুমদার লিপু এই তিনজন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা প্রমুখ।