August 31, 2025, 2:02 am
কে এম সোহেব জুয়েল :বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত সেবাদানকারিদের খামখেয়ালিপনয়া রুগী ও রুগীর স্বজনদের চরম ভোগান্তিতে পরার অভিযোগ পাওয়া গেছে।
পটুয়াখালী জেলার গলাচিপা থানার বকুল বাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের সয়েজ উদ্দিন মৃধার পুত্র সুলতান মৃধা ৭০ শ্বাস কস্ট জনীত রোগে অসুস্থ হয়ে পরলে কোন উপায়ান্ত না পেয়ে তার স্ত্রী অজুফা তাকে নিয়ে গতকাল রবিবার ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নুতন ভবনের মেডিসিন শাখার ৪র্থ তলায় ০৬ নং বেডে কর্তব্যরত ডাক্তারের পরামর্শক্রমে ভর্তি করান।
ভর্তির পর থেকে হাসপাতালের কর্তব্যরত সহকারীদের নানান অবহেলা অনিয়ম ও খামখেয়ালী পানার মধ্য পরে ভুগতে হচ্ছে রোগী ও তার স্বজনদের। অসুস্থ রোগী সুলতান মৃধার স্ত্রী অজুফা ও তার নাতনী অন্বেষা ইসলাম জানান, আজ সকালে আমার নানার শ্বাস কস্ট বেড়ে গেলে কর্তব্যরত ডাক্তার জরুরী ভিত্তিতে ওই হাসপাতালের পরমানু শাখায় আমার নানার এক্স-রে ও ইসিজি করতে বলে।
সে মতে দুই তিন ঘন্টার অধিক সময় ১০/১২ বার হাসপাতালের কর্তব্যরত সহযোগীদের পিছু ঘুরেও পরিক্ষা করাতে না পেরে চরম ভোগান্তিতে পরতে হয়েছে তাদের। ভিন্ন দিকে হাসপাতালের সহকারীদের অনিহা ও অবহেলার কারনে কোন উপায়ান্তর না পেয়ে নিজেরাই রোগীকে টলিতে উঠিয়ে পরিক্ষার উদ্দেশ্য রওনা হয়েও পরিক্ষা করাতে না পারায়, সময়মত চিকিৎসা নিতে ব্যার্থ হওয়ায় চরম অসুস্থ পরেছেন আমার নানা সুলতান মৃধা।
তাই এসকল সমস্যা লাঘবে ও নিয়মতান্ত্রিক ভাবে হাসপাতাল পরিচালানার মধ্যদিয়ে সঠিক সেবা দানে কর্তীপক্ষের সু – দৃষ্টি কামনা করছেন এ সকল ভুক্তভোগী রোগীদের স্বজনেরা।