January 15, 2025, 1:39 pm
রবিউল আলম, পূবাইল গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পুবাইল মেট্রোপলিটন থানার ৪২ নং ওয়ার্ডে বাৎসরিক ওরশ শরীফ ও বাউল গান অনুষ্ঠিত হয়। শনিবার ১১ ফেব্রুয়ারি ঐ ওয়ার্ডের কামারগাঁও যুব সম্প্রদায়ের উদ্যোগে আধ্যাত্মিক সাধক ফসি পাগলা ও আইয়ুব পাগলা স্মরণে বাৎসরিক ওরস শরীফ ও বাউল গানের আয়োজন করা হয়।
বাৎসরিক ওরশ শরীফ ও বাউল গান অনুষ্ঠানে,৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মুজিবুর রহমান (মুজিব) কাউন্সিলর পদপ্রার্থী ৪২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ও সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মানিক ভূইয়া বিশিষ্ট ব্যবসায়ী উত্তরা। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মো:আরিফ হোসেন ভূঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সহযোগিতায় ছিলেন, জনাব আওলাদ ভান্ডারী বিশিষ্ট সমাজসেবক কামারগাও। সার্বিক সহযোগিতায় ছিলেন ডাক্তার মুজিবুর রহমান, সমাজসেবক কামারগাও, ডাক্তার হাবিবুর রহমান বিশিষ্ট সমাজ সেবক ৪২ নং ওয়ার্ড, আহাদ আলী বক্স,বিশিষ্ট দলিল লেখক ও তল্লাশি কারক গাজীপুর জেলা রেকর্ড রুম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাহাঙ্গীর আলম মুন্সী বিশিষ্ট সমাজসেবক কামারগাও। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আতাউর রহমান খোকা বিশিষ্ট সমাজসেবক কামারগাও।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মনির হোসেন, কন্ট্রাকটর, ফাতেমা কনস্ট্রাকশন।নুর ইসলাম সরকার বিশিষ্ট সমাজসেবক কামারগাঁও। আতাউর রহমান বিশিষ্ট সমাজসেবক কামারগাঁও।অত্র বাৎসরিক ওরশ শরীফ ও বাউল গান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ আব্দুল্লাহ আল হাতেম এবং সহযোগিতায় ছিলেন, রুবেল,জুয়েল বক্স, রোমান, শাহীন, রাশেদ খান সহ অনেকে। বাউল গান শুরুর পূর্বে অনুষ্ঠানে আগত অতিথিদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। উক্ত পালা গানে গুরু শিষ্য দলে বিভক্ত করে দেন বিচারকেরা। গুরুর ভূমিকায় ছিলেন, তাসলিমা আক্তার ওরফে মায়া রানী এবং শিষ্যর ভূমিকায় ছিলেন অন্ধ দুলাল।